মহম্মদপুরে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত


মহম্মদপুরে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
আজ ২৫ এপ্রিল ২০২৩ তারিখে শেখ রাসেল মিনি স্টেডিয়াম, মহম্মদপুরে আছাদুজ্জামান স্পোর্টস একাডেমির আয়োজনে ও রুপালি গ্রুপের পৃষ্ঠপোষকতায় মহম্মদপুর ফুটবল একাদশ বনাম গোলাম মোস্তফা স্মৃতি সংসদের মধ্যে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা প্রশাসক, মাগুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু আব্দুল্লাহেল কাফী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মহম্মদপুর; জনাব বাসুদেব কুমার মালো, সহকারী কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত), মহম্মদপুর; জনাব মো: মহসিন বিশ্বাস, এমডি, রুপালি গ্রুপ; জনাব এ্যাড. জিল্লুর রহমান লাজুক, সাধারণ সম্পাদক, আছাদুজ্জামান স্পোর্টস একাডেমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শেখ ফরিদুজ্জামান, সভাপতি, আছাদুজ্জামান স্পোর্টস একাডেমি। ম্যাচ শুরুর পূর্বে জেলা প্রশাসক উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন। পরিচিতি পর্ব শেষে তিনি kick-off এর মাধ্যমে খেলা শুরু করেন। উক্ত ফাইনাল ম্যাচে মহম্মদপুর ফুটবল একাদশ ৩-১ ব্যবধানে জয়লাভ করে। ম্যাচ শেষে ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা টুর্নামেন্ট, রানার্স আপ দল ও বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোহাম্মদ আবু নাসের বেগ। এ সময় জেলা প্রশাসক বলেন, সুস্থ মানসিকতা বিকাশে ও নির্মল বিনোদনের জন্য খেলাধুলার কোন বিকল্প নাই। তিনি সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজক এবং পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানান। এছাড়া, ভবিষ্যতে এধরনের আরও টুর্নামেন্ট আয়োজনের জন্য তিনি পৃষ্ঠপোষকদের প্রতি আহবান জানান।