মাগুরায় পেঁয়াজের দাম না থাকায় লোকসানের মুখে চাষিরা
দিপল ঘোষ, জেলা প্রতিনিধি, মাগুরা, খুলনা

ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের পরও মাগুরায় কমেছে পেঁয়াজের দাম।বৃহস্পতিবার (৬ এপ্রিল) সরেজমিনে হাট ঘুরে দেখা যায়,বাজারে প্রতি মণ পেঁয়াজ ৬০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হয়েছে। যা গত সপ্তাহের তুলনায় ২০০ থেকে ৩০০ টাকা কম।পেঁয়াজের এ দামে হতাশ কৃষকরা।এতে লোকসানের আশঙ্কায় চাষিরা।এদিকে,মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাধ পেঁয়াজ বাজার।জেলার সবচেয়ে বড় পাইকারি পেঁয়াজের বাজার।রবি ও বৃহস্পতিবার সাপ্তাহিক বাজারে ভোর থেকেই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে পেঁয়াজ আনতে শুরু করেন কৃষকরা।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমে ওঠে বেচাকেনা। কৃষকরা জানায়, বর্তমানে পেয়াজের দাম খুবই কম।এতে উৎপাদন খরচ উঠাতেই হিমশিম খেতে হচ্ছে।আর বর্তমানে বাজারে আমদানি করা পেঁয়াজ থাকায় ও সরবরাহ বেশি হওয়ায় দাম কমে গেছে বলে জানান ব্যবসায়ীরা। লাঙ্গলবাধ বণিক সমিতির সদস্য ইলিয়াস বিশ্বাস বলেন, আড়তগুলোতে আমদানিকৃত প্রচুর পেঁয়াজ রয়ে গেছে।এর কারণে দেশি পেঁয়াজের চাহিদা কিছুটা কম।তবে আগামী সপ্তাহে দাম কিছুটা বাড়তে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। লাঙ্গলবাধ এ বাজার থেকে প্রতিদিন গড়ে ১২ থেকে ১৫ হাজার মণ পেঁয়াজ বিক্রি হয়। যা সরবরাহ করা হয় ঢাকা, সিলেট, খুলনা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে।
