মানবদরদী হাজী আব্দুস সাত্তারের উদ্যোগে ৩০ টাকা দরে চাউল বিক্রয় স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ
অনলাইন নিউজ ডেক্স

পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাজগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মানবদরদী
হাজী আব্দুস সাত্তারের উদ্যোগে সুলভ মূল্যে ৩০ টাকা দরে স্বর্ণা চাউল বিক্রয় করায় সিরাজগঞ্জ জেলার নিম্ন আয়ের মানুষদের মাঝে স্বস্তি ফিরেছে।,
বৃহস্পতিবার (১৩ এপ্রিল ) সকাল ৬ টায় টায় শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর শিশু পার্ক সংলগ্ন থেকে ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর, বিশিষ্ট সমাজ সেবক হাজী আব্দুস সাত্তারের নিজস্ব উদ্যোগে ১৫\'শ পরিবারের মাঝে সুলভ মূল্যে স্বর্ণা -৫১ চাউল ১০ কেজি চাউল ৩০ টাকা দরে বিক্রয করা হয়।,
এসময়ে সুলভ মূল্যের স্বর্ণা-৫১ চাউল বিক্রি করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেন ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সততা সঞ্চয় সমিতি লিমিটেডের সম্মানিত সদস্যবৃন্দ।
এবিষয়ে বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। মাহে রমজান সংযমের মাস। প্রতি বৎসর ন্যায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার এই ধরনের ব্যতিক্রম উদ্যোগ, মধ্যবিত্ত, অসহায় ও দুস্থ গরীবদের ১৫ শ\' পরিবারের কথা চিন্তা করে আমি নিত্যপ্রয়োজনীয় দাম বৃদ্ধি হওয়ার কারণে সুলভ মূল্যে স্বর্ণা- ৫১ চাউল প্রতি কেজি ৩০ টাকা দরে ১০ কেজি চাউল, বিক্রয় করছি এছাড়াও আমার নিজস্ব খামার থেকে প্রতি কেজি ২৯০ টাকা দরে সোনালী মুরগী, প্রতিদিন সকাল ও বিকেলে খাঁটি গরুর দুধ প্রতি লিটার ৬০ টাকা বিক্রি করা হয়। এর পাশাপাশি মাহে রমজানের প্রতি শুক্রবারে ৫৫০ টাকা দরে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রি করি। আগামীতেও অসহায়দের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
