মুরগি বিক্রি হচ্ছে চারভাগ করে : আমির খসরু
অনলাইন নিউজ ডেক্স

মুরগি এখন চারভাগ করে বিক্রি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।তিনি বলেন, ‘মানুষ আজ দুইবেলা খেতে পারছে না। মুরগি এখন চারভাগে ভাগ করে বিক্রি করা হচ্ছে, গরুর মাংস গ্রাম হিসেবে বিক্রি করা হচ্ছে। আওয়ামী লীগের লুটেরা দেশের সম্পদ লুটপাট করেছে। তারা ছাড়া দেশের প্রায় মানুষ কষ্টে রয়েছে। দেশে আজ নীরব দুর্ভিক্ষ চলছে।’শনিবার (৪ মার্চ) চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা বিএনপির আওতাধীন চৌমুহনী মোড় থেকে শুরু হওয়া পদযাত্রা কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সংবিধানের কথা বলে। আমি তাদের একটা কথা বলতে চাই, সংবিধান কি গুম খুন করতে বলেছে, অর্থনীতি ধ্বংস করতে বলেছে, লুটপাট করতে বলেছে, মানুষের মানবাধিকার, ভোটাধিকার হরণ করতে বলেছে? সবকিছুতে তারা সংবিধান লঙ্ঘন করেছে। আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন দল। তাদের এখন বিএনপির কাউন্টার প্রোগ্রাম দেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই।’আওয়ামী লীগ যত চেষ্টায় করুক ক্ষমতায় টিকতে পারবে না বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। তিনি বলেন, ‘দেশের মালিক হচ্ছে জনগণ, এই দেশের জনগণ চোরদের হাতে তাদের ভাগ্য তুলে দিতে পারে না। আওয়ামী লীগ বলে, বেগম খালেদা জিয়া নাকি রাজনীতি করতে পারবেন, কিন্তু নির্বাচনে অংশ নিতে পারবেন না। এটা কি মামার বাড়ির আবদার? দেশটা তাদের জমিদারি নয়, যা বলবে তাই মানতে হবে। তবে তারা যতই চেষ্টা করুক না কেনো ক্ষমতায় টিকে থাকতে পারবে না।’ডাবলমুরিং থানা বিএনপির সভাপতি মো. সেকান্দর হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাদশা মিয়ার সঞ্চালনায় এ সমাবেশ হয়। পরে চট্টগ্রামে থানা পর্যায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত হয়। তবে অপ্রীতিকর ঘটনা ছাড়াই তা শেষ হয়। পদযাত্রা কর্মসূচিগুলোতে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী অংশ নিলেও বেশিরভাগ পদযাত্রাই আধ থেকে এক কিলোমিটারের মধ্যে শেষ করতে হয়। তাদের অনুমতি দেওয়া অংশের বাইরে যেতে না দেওয়া হয়নি। তবে বিকেলে এই কর্মসূচি চলাকালে বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে বেশ ভোগান্তি ও বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদের।নগরীর হালিশর ও আকবর শাহ থানা বিএনপির পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বায়েজদ থানা বিএনপির কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, পাঁচলাইশ থানার কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, বন্দর থানার কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এসএম ফজলুল হক, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের নেতৃত্বে কর্মসূচি পালন করে সদরঘাট থানায়, বাকলিয়া থানা বিএনপির কর্মসূচিতে নেতৃত্ব দেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, চকবাজার থানা বিএনপির কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন, পতেঙ্গা থানা বিএনপির কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, খুলশী থানা বিএনপির কর্মসূচিতে নেতৃত্ব দেন আরেক কেন্দ্রীয় নেতা হারুনুর রশিত হারুন, চান্দগাঁও থানা বিএনপির কর্মসূচিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, কোতোয়ালী থানা বিএনপির কর্মসূচিতে নেতৃত্ব দেন নগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর।
