মেসির প্রত্যাবর্তন? নাকি স্রেফ বিদায়ী ম্যাচ


মেসির প্রত্যাবর্তন? নাকি স্রেফ বিদায়ী ম্যাচ
৯ বছর বয়সে পা দিয়েছিলেন ক্লাবে। বাকিটা ইতিহাস। মেসিকে তৈরি করা এবং সাফল্যের আকাশে নিয়ে যাওয়া, সব কিছুর সঙ্গেই নিবিড় যোগ বার্সেলোনার। ২০২১ সালে চোখের জলে বিদায় নিয়েছিলেন ক্লাব থেকে। সেই লিওনেল মেসিকে এবার সংবর্ধনা দিতে চলেছে বার্সা। মেসির জন্য এক বিশেষ অনুষ্ঠানের অয়োজন করতে চলেছে স্প্যানিশ ক্লাব। যাতে তার অগণিত ভক্ত, স্প্যানিশ ফুটবল, বিশ্ব ফুটবলের সামনে সম্মান জানানো হবে।দীর্ঘ ২০ বছর মেসি ক্লাবকে যা দিয়েছে, তা ভোলেনি স্প্যানিশ ক্লাব। তাই এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলারকে বিশেষ সম্মান দেবে বার্সেলোনা। স্প্যানিশ সংবাদপত্রের খবর অনুযায়ী, ২০২৪ সালে বার্সেলোনা মেসির সম্মানে একটি ম্যাচ খেলা হবে। যে ম্যাচের মধ্যে দিয়ে বিদায়ী সংবর্ধনা দেয়া হবে মেসিকে।চোখের জলে বার্সাকে বিদায় বলে ২০২১ সালে পিএসজিতে চলে যান মেসি। তা নিয়ে কম বিতর্ক ছিল না। তাই এই অনুষ্ঠান মুলতুবি ছিল। তার মধ্যে আবার বার্সার হোম গ্রাউন্ড কাম্প ন্যু-তে ফিরতে চলেছে টিম। ওই স্টেডিয়ামের সংস্কার চলছিল। ২০২৪-২৫ মৌসুমে আবার কাম্প ন্যু-তে ফেরার পর এই সংবর্ধনা ম্যাচটির আয়োজন করতে পারে বার্সেলোনা। এই মৌসুমেই ১২৫ বছর পূর্তি হতে চলেছে বার্সেলোনার। মেসির বাবার সঙ্গে কথা বলার পর বার্সেলোনা ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা এই সংবর্ধনার ব্যাপারে সম্মতি জানিয়েছেন।এদিকে, নিজের নামে আরও একটি রেকর্ড গড়ার পথে মেসি। ইউরোপীয় ক্লাব ফুটবলে বর্তমানে তার গোলের সংখ্যা ৬৯৯। আগামী ২৭ ফেব্রুয়ারি মার্শেইয়ের বিপক্ষে যদি গোল করতে পারেন, তাহলে ৭০০ গোলের ক্লাবে প্রবেশ করবেন এই আর্জেন্টাইন মহাতারকা।চলতি বছরই জুন মাসে পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে। পরের মৌসুমে কোন ক্লাবে খেলবেন, ঠিক করবেন তিনি। যদিও মেসিকে আরও এক বছর ধরে রাখতে চায় প্যারিসের ক্লাব। এখন দেখার এটাই শেষ সিদ্ধান্ত হিসেবে মেসি কোন ক্লাবে যান। আবার কি তিনি বার্সেলোনায় ফিরে আসবেন সে বিষয়েও তৈরি হয়েছে জল্পনা ।