শাহজালালে স্বর্ণসহ গ্রেপ্তার এভসেক সদস্য রিমান্ডে
অনলাইন নিউজ ডেক্স

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণসহ হাতেনাতে গ্রেপ্তার দু’জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের মধ্যে একজন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিয়ন্ত্রণাধীন এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্য। রোববার তাদের রিমান্ড মঞ্জুর হয় বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া।এর আগে শনিবার দু’জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন– এভসেক সদস্য নাহিদ মিয়া। তিনি আনসার থেকে এভসেকে যুক্ত হয়েছিলেন। আরেকজন সৌদি আরব প্রবাসী জাকির হোসেন।ওসি আজিজুল হক মিয়া সমকালকে জানান, শনিবার শাহজালাল বিমানবন্দরে তল্লাশি করে নাহিদের পকেট থেকে স্বর্ণের ছয়টি বার জব্দ করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় জাকির হোসেনকে আটক করা হয়। জব্দ করা স্বর্ণের বাজার মূল্য ৪২ লাখ টাকা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে এপিবিএন পুলিশ।মামলার এজাহারে বলা হয়েছে, সৌদি প্রবাসী জাকির ধূমপান কক্ষে এভসেক সদস্য নাহিদকে ছয়টি স্বর্ণবার দেন। সকাল ১০টা ২০ মিনিটে সেই স্বর্ণ নিয়ে নাহিদ ১ নম্বর বহির্গমন টার্মিনালের ৬ নম্বর গেট দিয়ে বের হওয়ার জন্য যান। এ সময় সেখান থেকে তাঁকে আটক করেন এপিবিএন সদস্যরা। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএন অফিসে নেওয়া হয়। স্বর্ণের বারের বিষয়ে কোনো সঠিক উত্তর দিতে পারেননি নাহিদ। অন্যদিকে যাত্রী জাকিরকে সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১-এর বাইরের গেট থেকে আটক করা হয়।
