আইসিসির দুর্নীতির অভিযোগ, নাসিরের এখন যা করণীয়


আইসিসির দুর্নীতির অভিযোগ, নাসিরের এখন যা করণীয়
জাতীয় দলের সাবেক অলরাউন্ডার নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন বিভাগ। তিনটি ধারা ভঙ্গের অভিযোগ তার বিরুদ্ধে। ২০২১ সালে আরব আমিরাত টি-১০ লিগে খেলার সময় এই ধারা ভেঙেছেন তিনি। দুর্নীতি দমন বিভাগের ধারা ২.৪.৩ অনুযায়ী, কোনো ক্রিকেটার ৭৫০ ডলার মূল্যের বেশি উপহারসামগ্রী নিলে তা আইসিসি বা টুর্নামেন্টের দুর্নীতি দমন কর্মকর্তাদের জানাতে হয়। নাসির যা করেননি। আমিরাত বোর্ডের দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতাও করেননি। উল্টো তুচ্ছ-তাচ্ছিল্য করায় ২.৪.৪ ও ২.৪.৬ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসায় আইসিসির প্রক্রিয়া অনুসরণ করে নাসিরকে আনীত অভিযোগ মেনে নিয়ে বা মিথ্যা দাবি করে জবাব দিতে হবে। তবে নাসির জবাব যা-ই দিক তদন্তে অসহযোগিতা করায় তার শাস্তি অবধারিত বলে জানিয়েছেন বিসিবির দুর্নীতি দমন বিভাগের এক কর্মকর্তা। নাসিরের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘তদন্তের ভিত্তিতে নাসিরের বিরুদ্ধে একটি চার্জ আনা হয়েছে। এখন নাসির এর জবাব দেবে। অভিযোগ মেনে নেবে বা মিথ্যা দাবি করবে। সে অনুযায়ী আইসিসির দুর্নীতি দমন বিভাগ বাকি প্রক্রিয়া সম্পন্ন করবে।’ বিসিবির দুর্নীতি দমন বিভাগের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে একজন বলেন, ‘নাসিরের বিরুদ্ধে তিনটি অভিযোগ। প্রথম অভিযোগের সঙ্গে সম্পর্কিত বাকি দুটি। অর্থাৎ সে জিজ্ঞাসাবাদ বা তদন্তে সহযোগিতা না করার জন্যও শাস্তি রয়েছে। এখন নাসির মেনে নিক বা নাই নিক, শাস্তি পাবে। কারণ সে নিয়ম ভেঙেছে।’