যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনে গৃহবধূ নিহত


যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনে গৃহবধূ নিহত
রাজবাড়ী পাংশা থানাধীন সরিষা ইউনিয়নের ব্যাজ পাড়া গ্রামের হ্যায়াত আলী মন্ডলের মেয়ে আরজিনা খাতুন (২৬), এর সহিত ঝিনাইদাহ জেলার শৈলকুপা থানার গোসাইডাঙ্গী গ্রামের মোঃ সিদ্দিক এর ছেলে শামিমের সাথে পাঁচ বছর পূর্বে বিবাহ হয়। নিহত আরজিনা খাতুনের বড় ভাই মোঃ তোফাজ্জেল হোসেন (৪০), জানান যে, বিবাহর পর হইতে মোঃ শামিম (৩২) যৌতুকের টাকার জন্য প্রায় প্রায় মানুষিক ও শারিরিক নির্যাতন করে আসছিল। এ বিষয়ে নিহত আরজিনা খাতুনের পরিবারের সাথে কথা বলে জানাযায় যে, আরজিনা খাতুন তিন মাসের অন্তসত্বা অবস্থায় ছিলেন। মোঃ শামিম যৌতুকের টাকার জন্য তার স্ত্রীকে বিগত পহেলা মার্চ বেধর মারপিট করে ও মাথায় গুরুতর আঘাত করেন। নিহত আরজিনা খাতুন অসুস্থ হলে তার স্বামী শামিমের চাচা কে দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। কুষ্টিয়ার সদর হাসপাতালের কর্মরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আরজিনা খাতুনের অবস্থা খারাপ দেখেলে উন্নত চিকিৎসার জন্য বাহিরে পাঠানোর পরামর্শদেন নিহত আরজিনা খাতুনের স্বামীর কথামতে তার চাচা খোকসা বেতবাড়ীয়া ইউনিয়নের তার বোন মোছাঃ হাজেরা খাতুন এর বাড়ীতে গুরুতর অবস্থায় ফেলে রেখে চলে যান। এমতাবস্থায় গত রাতে হঠাৎ অসুস্থত বেশি হলে নিহত আরজিনা খাতুনের বোন হাজেরা খাতুন আনুমানিক সকাল ১০ ঘটিকার সময় খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার পর কত্বরত ডাক্তার সনজিৎ সিংহ রাজন আরজিনা খাতুনকে মৃত্য ঘোষনা করেন। স্থানীয় খোকসা থানা পুলিশ সরজমিনে তদন্ত করে মরাদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মর্গে প্রেরন করেন।