রানীশংকৈলে গনশৌচাগারটি দূগন্ধে ব্যবসায়ী ও এতিমখানার শিক্ষার্থীরা অতিষ্ট।।
একে আজাদ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধ

ঠাকুরগাঁও এর রানীশংকৈল পৌরসভার শিবদিঘী ঐতিহ্যবাহী আমদানি রপ্তানির কাঁচা বাজারে,নেই স্বাস্থ্য সম্মত শৌচাগার।স্থানিয় সূত্রে জানা যায়, এই বাজারটি পূর্ণ সংস্কারের পর ২০০৯ সালে মেয়র মোখলেসুর রহমানের তত্ত্বাবধানে জনসাধারণের ব্যবহারের জন্য নির্মিত করেন এই পাবলিক শৌচাগার টি,
তারপর থেকে হাট ইজারা সাথে সাথে প্রতিবছর এ টয়লেট টিরও ইজারা দেওয়া হয়।কিন্তু সব ঠিকঠাক চললেও।
২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত নির্মানাধীন টয়লেট টি সংষ্কারের অভাবে এখন জনসাধারণের ভোগান্তির কারণ হয়ে দারিয়েছে।এই সংষ্কারহীন পাবলিক শৌচাগারেল কারণে যে সকল সমস্যার সৃষ্টি হয়েছে :সেগুলো উল্লেখ্য যে,এতিমখানা ও লীল্লাহ বোডিং এর শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।এবং.পাশে থাকা মসজিদে সলাত আদায় করিতে আসা মুসল্লীদের ভোগান্তি।বিভিন্ন এলাকা থেকে আসা কাঁচামাল ব্যবসায়ী দের শৌচাগার ব্যবহারে সমস্যা।.ভেসে আসা দুর্গন্ধে স্থানীয় দোকানদারা বিপাকে।শৌচাগারের দক্ষিণে থাকা শিবদিঘী হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর মুহতামিম হাফেজ মো: মাজেদুল ইসলাম বলেন, আমাদের মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের পড়াশোনা, খাওয়া-দাওয়া, ঘুমানো, সবকিছু তে ভোগান্তির সৃষ্টি করছে টয়লেট থেকে ভেসে আসা দুর্গন্ধ,উত্তরে থাকা মাছ বাজার, সেলুন ও সংগঠিত কাঁচা বাজারের দোকানদারেরাও রয়েছে দূর্গন্ধ ভোগান্তিতে।মাদ্রাসার মসজিদে নামাজ পড়তে যাওয়া কয়েকজন মুসল্লি দের দেখা যায় নাক-মুখ চেপে ধরে টয়লেটের দুর্গন্ধ থেকে বাঁচতে তাড়াহুড়ো করে হেঁটে যেতে।জনসাধারণের দাবি এটি ভেঙে নতুন করে টয়লেট দেয়া হোক।এবিষয়ে কাঁচা বাজার ইজারাদার হেদায়েতুল্লাহ, এ প্রতিবেদকে জানায়,
এ-ই টয়লেট টি অকেজো হয়ে গেছে দূর-দুর্দান্ত থেকে আসা কাঁচামাল ব্যবসায়ী দের সমস্যা হচ্ছে, এটি নতুন ভাবে তৈরী করলে ভালো হবে।উক্ত বিষয়ে জানতে চাইলে -
পৌর মেয়র মো:মোস্তাফিজুর রহমান মুঠোফোনে বলেন বর্তমানে আমাদের পৌরসভার বাজেট সরকারি ভাবে বন্ধ আছে, বাজেট বরাদ্দ শুরু হলে, এটি ভেঙে নতুন করা হবে।
