রানীশংকৈলে গনহত্যা দিবস পালিত।।
              
                  
একে আজাদ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধ                  
              
             
          
           
           
			
           
             
           
           
           
           
          
            
                
                            
              
            
         
          
            
			   
			   
				  
				  
				    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ( ২৫ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে ২৫শে মার্চ গনহত্যা দিবস পালন উপলক্ষে পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,সহকারি কমিশনার (ভুমি )ইন্দ্রজিৎ সাহা, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ সামাদ চৌধুরী,ওসি গুলফামুল ইসলাম মন্ডল,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, প্রানিসম্পদ কর্মকর্তা মৌসুমি আক্তার প্রমুখ।
এছাড়াও প্রধান শিক্ষিকা মোমেনা খাতুন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার জাহিদ হোসেন, তথ্য অফিসার হালিমা বেগম,রাণীশংকৈল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷অনুষ্ঠান সঞ্চলনা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম৷ প্রশাসনের আয়োজনে সন্ধায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজলনের কর্মসূচি অনুষ্ঠান পালিত হয়।এবং গনহত্যা দিবস উপলক্ষে সরকারী  বিভিন্ন         কর্মকর্তা,রাজনৈতিক,
সামাজিক,পেশাজীবি অঙ্গসংগঠন এ কর্মসুচীতে অংশ নেন।