রানীশংকৈলে পুকুড়ে ডুবে দুই মাদ্রাসার ছাত্রের অকাল মৃত্যু।
একে আজাদ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধ

পুকুরের পানিতে পড়ে দুই হাফেজিয়া মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ন,রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল। তিনি আরো জানান, আমরা খবর পেয়েই ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি।
নিহতরা হলেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ছোট নুনতোর গ্রামের মো: মকবুল হোসেন এর বড় ছেলে মোঃ সিয়াম (১০) অপর জন হলেন একই গ্রামের মুক্তার হোসেনের ছেলে মো: আল আমিন (১২) তারা দুজনেই প্রতিবেশী।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ১৮ এপ্রিল মঙ্গলবার আনুমানিক সকাল ১১ টায় দুই বন্ধু বাড়ির থেকে একটু দূরে পুকুরে পাশে খেলা করার সময় একজনের জুতা পানিতে পড়ে গেলে জুতাটি তুলতে গেলে গভীর পানিতে তলিয়ে যায়। অপর জন গামছার সাহায্যে বন্ধুকে পানি থেকে তুলে আনার চেষ্টা করলে সেও গভীর পানিতে তলিয়ে যায়। পরে আশপাশের মানুষ জন টের পেয়ে পুকুরে নেমে তাদের খোঁজাখুঁজি করে এবং বালিয়াডাঙ্গি ফায়ার সার্ভিস কে খবর দিলে স্থানীয় ও ফায়ারসার্ভিস এর সহযোগিতায় দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। অসচেতনতার কারণেই এই ঘটনা গুলো ঘটছে মর্মে সকল অভিভাবক কে সচেতন হওয়ার জন্য অনুরোধ সচেতনমহলের।
