রানীশংকৈল থানার ওসির প্রেসব্রিফিং, ৮ প্রত‍্যারক আটক।


রানীশংকৈল থানার ওসির প্রেসব্রিফিং,  ৮ প্রত‍্যারক আটক।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ প্রতারক চক্র আটক | ৮ মার্চ ( শনিবার) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের সকল প্রতারকই কোচল গ্রামের বাসিন্দা | প্রতারক চক্রের ০৮ সদস্যরা হলেন ১। মোঃ সুমন (১৯), পিতা মোঃ আব্দুস সালাম, ২। মোছা আমেনা বেওয়া ওরফে দুখী (৭০), স্বামী-ফজর আলী, ৩। মোঃ বিপ্লব (২২), পিতা-মোঃ শহিদুল, ৪। মোছাঃ পারুল (২৫), পিতা- মোঃ বাবুল, ৫। মোছাঃ নুমা (৩০),স্বামী- তসলিম ৬। মোছা রুপালী বেগম (২৭), স্বামী-মোঃ রুবেল ৭। মোছাঃ বর্ণা আক্তার (২৫), পিতা-মৃত আঃ বারেক ৮। মোঃ মারুফ (১৯), পিতা-মৃত আব্দুল বারেক | প্রতারক চক্রটি সোনার মুর্তি প্রদর্শন করে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ায় ছিল তাদের কাজ | পুলিশ জানায়– এই সংক্রান্তে আসামি গনের বিরুদ্ধে রানীশংকৈল থানার মামলা নম্বর ১৪ ও ১৫, তারিখঃ ০৮/০৪/২০২৩ ইং ধারা- ৪০৬/৪২০/ ৫০৬/৩৪ রুজু করা হয়েছে এবং আসামীদের গ্রেফতার পুর্বক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে |