রাবিতে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন রোববার শুরু, এবারও কমেছে আসন
অনলাইন নিউজ ডেক্স

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু হচ্ছে রোববার থেকে। চার ধাপে এই আবেদন চলবে আগামী ২ মে পর্যন্ত। তিনটি ইউনিটে ৭২ হাজার করে শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এবার বিভিন্ন বিভাগে ৯০টি আসন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভর্তি কমিটি। এর আগে ২০২১-২২ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ১৬৮টি আসন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে দুই শিক্ষাবর্ষে আসন কমল ২৫৮টি। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।বিজ্ঞপ্তিতে দেখা যায়, কলা অনুষদভুক্ত ইংরেজি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১০টি করে ২০টি আসন কমানো হয়েছে। বিজ্ঞান অনুষদের পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগে ১০টি করে ২০টি আসন কমানো হয়েছে। বিজনেস স্টাডিজ অনুষদে আসন কমানো হয়েছে ৪০টি। এর মধ্যে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ২০টি এবং ফাইন্যান্স বিভাগে ২০টি আসন কমছে এই শিক্ষাবর্ষ থেকে। সামাজিক বিজ্ঞান অনুষদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ৫টি এবং জীববিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান বিভাগে ৫টি আসন কমানো হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসন তালিকা থেকে জানা যায়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিশেষ কোনো কোটা বাদে ৫৯টি বিভাগ ও ২টি ইন্সটিটিউটে ৩ হাজার ৯৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে কলা অনুষদে ৮৮৬টি, আইন অনুষদে ১৬০টি, বিজ্ঞান অনুষদে ৬৪০টি, বিজনেস স্টাডিজ অনুষদে ৪৭০টি, সামাজিক বিজ্ঞান অনুষদে ৬৬১টি, কৃষি অনুষদে ১১২টি, প্রকৌশল অনুষদে ২৫৬টি, চারুকলা অনুষদে ১২০টি, জীববিজ্ঞান অনুষদে ২৯৫টি, ভূ-বিজ্ঞান অনুষদে ১৩০টি, ফিশারিজ অনুষদে ৫০টি, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদে ৫০টি, ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ৫০টি এবং শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে ৫০টি আসন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, শিক্ষার গুণগত মান বজায় রাখতে আসন সংখ্যা কমানো হয়েছে। বিভাগ এবং ইন্সটিটিউটগুলোর সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রসঙ্গত, আগামী ২৯ মে ‘সি’ (বিজ্ঞান) ইউনিট, ৩০ মে ‘এ’ (মানবিক) ইউনিট এবং ৩১ মে ‘বি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনটি ইউনিটে চারটি গ্রুপে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
