রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লড়ছেন ইউক্রেনের নারীরাও
              
                  
 অনলাইন নিউজ ডেক্স                  
              
             
          
           
           
			
           
             
           
           
           
           
          
            
                
                            
              
            
         
          
            
			   
			   
				  
				  
				    রুশ আগ্রাসনের পর গত এক বছরে ইউক্রেনের সেনাবাহিনীতে নারীর অংশগ্রহণ দ্রুত বাড়তে শুরু করেছে। যুদ্ধ শুরুর পর শুধু নারী সেনারাই নন, বেসামরিক নারীরাও প্রতিরোধ লড়াই চালিয়ে যাচ্ছেন। খবর রয়টার্সের
ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার তথ্য অনুযায়ী, ২০২২ সালের গ্রীষ্ম নাগাদ ৫০ হাজারের বেশি নারী ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে নিয়োগ পেয়েছেন। এর মধ্যে প্রায় ৩৮ হাজার নারী ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করছেন। নারী সেনারা সম্মুখ যুদ্ধে অংশ নিচ্ছেন।
রেডিও ফ্রি ইউরোপকে দেওয়া এক সাক্ষাৎকারে সমাজকর্মী ও গবেষক আনা কিভিত বলেন, ২০১৮ সাল পর্যন্ত ইউক্রেনের আইন অনুযায়ী নারীদের সরাসরি যুদ্ধ করার অনুমতি ছিল না। সে কারণে স্বেচ্ছাসেবী নারী যোদ্ধারা শুধু রাঁধুনি, পরিচ্ছন্নতাকর্মী কিংবা হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন। তবে এখন নাগরিক সমাজের চাপ এবং নারী অধিকার কর্মীদের সোচ্চার ভূমিকার কারণে আইনি এ বৈষম্য দূর হয়েছে।
প্রতিরক্ষা খাতে অত্যন্ত পুরুষতান্ত্রিক একটি দেশ ইউক্রেন। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে দেশটিতে নারী সেনাদের গ্রহণযোগ্যতা ক্রমাগত বাড়ছে।