রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিলেন খাদ্যমন্ত্রী
ভুপাল চন্দ্র রায়, জেলা সংবাদদাতা, নওগাঁ, রাজশাহী
নওগাঁ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক গোলাম মওলার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য দলের প্রার্থীরাও। জেলা রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দিচ্ছেন প্রার্থীরা।মনোনয়ন জমা দেওয়া শেষে খাদ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক প্রক্রিযায় কখনও আগুন সন্ত্রাস করে মানুষকে কষ্ট দিয়ে দেশকে ভালোবাসা যায় না। বিএনপি সেই কাজটিই করছে। তাই বিএনপিকে দেশের মানুষ বর্জন করবে।সারাদেশে নির্বাচনের উৎসব শুরু হয়েছে এবং নির্বাচনের পরেও এই উৎসব থাকবে বলে উল্লেখ করেন মন্ত্রী।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।