শনিবার রাজধানীর থানায় থানায় থাকবে আওয়ামী লীগও


শনিবার রাজধানীর থানায় থানায় থাকবে আওয়ামী লীগও
বিএনপির ঢাকা মহানগরের থানায় থানায় আগামী শনিবার পদযাত্রার দিনে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচি পালনের কথা জানানো হয় আজ বুধবার। তবে শান্তি সমাবেশের সুনির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়নি। থানা কমিটিগুলো সুবিধামতো সময়ে কর্মসূচি করতে পারবে।এদিকে, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এখন পর্যন্ত কোনো কর্মসূচি দেয়নি। তবে আজকালের মধ্যে অনুরূপ কর্মসূচি ঘোষণা হতে পারে। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন।ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সংসদীয় আসনভিত্তিক শান্তি সমাবেশ করবে। সংসদীয় আসনের মধ্যে যেসব থানা অন্তর্ভুক্ত, দলের সেসব থানা কমিটিগুলো একত্রে সমাবেশ আয়োজন করবে। প্রতিটি শান্তি সমাবেশেই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অন্য কেন্দ্রীয় ও মহানগর নেতারাও এসব সমাবেশে যোগ দেবেন।ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা-৪ আসনের শ্যামপুর ও কদমতলী থানার শান্তি সমাবেশে থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সানজিদা খানম। ঢাকা-৫ আসনভুক্ত যাত্রাবাড়ী ও ডেমরার শান্তি সমাবেশে থাকবেন বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন।একইভাবে ঢাকা-৬ আসনের ওয়ারি, গেণ্ডারিয়া ও সূত্রাপুর থানার শান্তি সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এমপি; ঢাকা-৭ আসনের লালবাগ, চকবাজার, কোতোয়ালি ও বংশালে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন; ঢাকা-৮ আসনের মতিঝিল, পল্টন, শাহবাগ ও শাহজাহানপুর থানায় সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাঈদ খোকন; ঢাকা-৯ আসনের মুগদা, সবুজবাগ ও খিলগাঁও থানায় আইনবিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু এবং ঢাকা-১০ আসনের কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট ও ধানমন্ডি থানায় দলের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি উপস্থিত থাকবেন।