শাবনূরের পায়ের সমানও যোগ্যতা নেই, এসব শুনে কাঁদতাম: পূর্ণিমা


শাবনূরের পায়ের সমানও যোগ্যতা নেই, এসব শুনে কাঁদতাম: পূর্ণিমা
বলা হয়ে থাকে শাবনূরের পর তার মত অভিনেত্রী আর আসেনি ঢাকাই ছবির ইন্ডাষ্ট্রিতে। অভিনয়ের রানী বলা হয় তাকে। এখনও পরিচালকরা ক্যামেরার সামনে অন্য নায়িকদের শাবনূরের মত অভিনয়ের উদাহারণ টানেন।শাবনূর যখন অভিনয় করতেন সে সময়ও তার ধারে কাছে ছিলেন না অন্য কোন নায়িকা। সম্প্রতি সেই গল্প অস্ট্রেলিয়া ভ্রমণে থাকা অবস্থায় শাবনূরের সঙ্গে দেখা করে দর্শকদের জানালেন পূর্ণিমা।শাবনূরকে নিয়ে এক ফেসবুক লাইভে এসে পূর্ণিমা স্মৃতি হাতড়ে বলেছেন, “একটা সত্যি ঘটনা বলি, শাবনূর আপু তখন সুপার-ডুপার হিট। তার যন্ত্রণায় আমরা কেউই ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারছিলাম না! কোনও ছবির ধারে-কাছে যেতে পারছিলাম না। যখনই আমি শুটিং করতাম, তখন নির্মাতা-কোরিওগ্রাফাররা বলতেন, ‘কী এক্সপ্রেশন দাও! শাবনূরের মতো করো। শাবনূরের চোখ কথা বলে, ঠোঁট কথা বলে; অন্যদের শাবনূরের পায়ের সমানও যোগ্যতা নেই।’ এসব শুনে আমি কোনায় গিয়ে কাঁদতাম।”এই লাইভে পূর্ণিমাকে শাবনূর বলেন, ‘আমাদের সম্পর্কে মানুষের মধ্যে বাজে ধারণা আছে। সবাই মনে করে আমাদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক। এটা একটু পরিষ্কার করে দাও তো।’এরপর পূর্ণিমা বললেন, ‘আসলে আমাদের মধ্যে ফুলে-ফুলে সম্পর্ক। তিনি আমার খুব পছন্দের অভিনেত্রী। আমরা তাকে (শাবনূর) দেখেই ইন্ডাস্ট্রিতে এসেছি। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা, তিনি আমাদের অভিনয়ের ইনস্টিটিউট। আমরা এখনও অভিনয় করতে গেলে সবার আগে শাবনূর আপুর কথা মনে আসে। তিনি কীভাবে, কোন এক্সপ্রেশন দিতেন, সেটা মনে করে কাজ করি। যদিও আমরা বা আমি তার ধারেকাছে যেতে পারিনি। তিনি আসলেই অসাধারণ একজন মানুষ।’দীর্ঘদিন ধরেই সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন শাবনূর। আর স্বামী-সন্তান নিয়ে অস্ট্রেলিয়া ভ্রমণে গেছেন চিত্রনায়িকা পূর্ণিমা