শ্রীনগরে হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।


শ্রীনগরে হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।
মুন্সীগঞ্জের শ্রীনগরে হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের খেলার মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল জব্বার খান এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সোলায়মান খান, হাঁসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মৃধা, হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ মোকিম মৃধা চুন্নু। মোঃ মহসিন আলম এর উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন সেতু বন্ধন কিন্ডারগার্টেনের সভাপতি মোঃ ইউসুফ খান রনি, হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজের দাতাসদস্য এ এস এম মুসা খান, সহকারী প্রধান শিক্ষক রিয়াদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আব্দুল খালেক, মাহমুদুর রহমান, মহিলা শিক্ষক প্রতিনিধি সামছুন্নাহার, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল খালেক, মাহমুদুর রহমান, ক্রীড়া শিক্ষক হারুনর রশীদ, অভিভাবক সদস্য লিটন হোসেন সেলিম, আবুল কালাম আজাদ, দাতাসদস্য সেলিম হোসেন, কো-অপ্ট সদস্য হাজী ইসমাইল খান, হাঁসাড়া ইউপি সদস্য বাচ্চু শেখ, আওয়ামী লীগ নেতা পলাশ প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।