সাপ্লায়ার পেমেন্ট সহজ করল ভিসা
অনলাইন নিউজ ডেক্স

বিশ্বের শীর্ষস্থানীয় ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ভিসা গতকাল এসএসএল ওয়্যারলেস ও সাউথইস্ট ব্যাংকের অংশীদারিত্বে বিজনেস পেমেন্ট সলিউশন প্রোভাইডার (বিপিএসপি) নামে একটি নতুন সলিউশন নিয়ে আসার ঘোষণা দিয়েছে। যেসব সাপ্লায়ার এখন পর্যন্ত কার্ডে পেমেন্ট নিচ্ছেন না তাঁদের বিপিএসপি প্ল্যাটফর্মের মাধ্যমে ভিসা কমার্শিয়াল কার্ডের সাহায্যে পেমেন্ট পরিশোধের সুযোগ পাবেন ব্যবসায়ী ও করপোরেট ক্রেতারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু বলেন, ভোক্তাদের মতো ব্যবসা প্রতিষ্ঠানগুলোকেও তাদের সামগ্রিক কর্মকাণ্ড ডিজিটালাইজ করার মাধ্যমে নিজেদের ক্ষমতায়নে সুযোগ তৈরি করতে হবে। এক্ষেত্রে বড়-ছোট সব ধরনের ব্যবসার জন্য কার্ড পেমেন্টের সক্ষমতা তৈরিতে এসএসএল ওয়্যারলেস ও সাউথইস্ট ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বে বিপিএসপি বা বিজনেস পেমেন্টস সলিউশন প্রোভাইডার নিয়ে আসতে পেরে তাঁরা আনন্দিত। বাংলাদেশে এবারই প্রথমবারের মতো এ রকম সমন্বিত উদ্যোগ নেওয়া হলো, যা কার্ডে ব্যবসা করতে চায় এমন ব্যবসা প্রতিষ্ঠান ও কার্ড গ্রহণ করে না এমন সাপ্লায়ারদের মাঝে দূরত্ব কমিয়ে আনবে।সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ইভিপি ও হেড অব কার্ডস আব্দুস সবুর খান বলেন, ক্যাশলেস সোসাইটি গড়ে তোলার প্রত্যয় থেকেই বিপিএসপি উন্মোচন করা হয়েছে। এ সেবার মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠানগুলো ৪৯ দিন পর্যন্ত সুদমুক্ত ক্রেডিড পিরিয়ডের সুবিধাসহ, দ্রুত ও নিরাপদ উপায়ে বিক্রেতাদের পেমেন্ট দিতে পারবে।এসএসএল ওয়্যারলেসের পরিচালক শাহজাদা এম. রেদওয়ান বলেন, যেসব এসএমই ও করপোরেট প্রতিষ্ঠান ভেন্ডর ও অন্যান্য পেমেন্ট পরিশোধে অনেক সময় লোকবল বা অন্যান্য রিসোর্সের অভাবে সঠিক ব্যবস্থাপনায় নানা অসুবিধার সম্মুখীন হয়, তাদের সহায়তা করবে বিপিএসপি প্ল্যাটফর্ম।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিপিএসপির সাহায্যে এখন বিজনেস পেমেন্ট করা যাবে খুব সহজেই। এজন্য ব্যাংক লেনদেনের সময় ও সাধারণ পেমেন্ট প্রসেসিং খরচের ওপর নির্ভর করতে হবে না। ক্রেতারা এখন এই প্ল্যাটফর্মের মাধ্যমে ভিসা কমার্শিয়াল কার্ড নিরাপদে এনরোল করার মাধ্যমে কার্ড গ্রহণ করে না এমন সাপ্লায়ারদের পেমেন্ট পরিশোধ করতে পারবেন।
