সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে আন্দোলনকারীদের বিক্ষোভ
অনলাইন নিউজ ডেক্স
কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্স ল্যাবে বিক্ষোভ মিছিল করছেন আন্দোলনকারীরা। শুক্রবার (২ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
সরেজমিনে দেখা যায়, সায়েন্স ল্যাব মোড়ের বায়তুল মা’মুর জামে মসজিদে জায়গা না হওয়ায় সামনের সড়কে নামাজ আদায় করেন সাধারণ মুসল্লিরা। পরে নামাজ শেষ করে বেলা ১টা ৫০ মিনিটের দিকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন তারা। সেখানে সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়।
আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের এ সময় পুলিশকে উদ্দেশ্য করে ‘ভুয়া’, ‘ভুয়া’ বলে স্লোগান দিতে দেখা যায়। এতে অবশ্য কোনো প্রতিক্রিয়া দেখায়নি পুলিশ। এছাড়াও আন্দোলনকারীদের ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিতে দেখা গেছে। আর আন্দোলনকারীদের অবস্থানের জন্য সায়েন্স ল্যাব এলাকা যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা বলছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ জানাতে তারা রাস্তায় নেমেছেন। সারাদেশের শিক্ষার্থীদের ওপরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি ও হত্যার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।