সিটির কাছে হেরে সানের মুখে মানের ঘুষি
অনলাইন নিউজ ডেক্স

চ্যাম্পিয়ন্স লিগে দুঃস্বপ্নের একটা রাত পার করেছে বায়ার্ন মিউনখ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে সিটির কাছে পাত্তাই পায়নি বাভারিয়ান জায়ান্টরা। ইতিহাদ স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখ ৩-০ গোলে হারে ম্যানসিটির বিপক্ষে।জার্মান ক্লাবটি বড় ব্যবধানে হারের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় আলোচনায় উঠে এসেছে। জার্মান সংবাদ মাধ্যমগুলোর খবর, ঠিক ওই ম্যাচেই মারামারি করেছেন দলটির দুই তারকা সাদিও মানে ও লেরয় সানে। উত্তেজনার এক পর্যায়ে মানে সানের মুখে ঘুষিও মেরেছেন। তাতে সানের ঠোঁট কেটে রক্ত ঝরেছে।মাঠে বাদানুবাদের পর ড্রেসিংরুমেও লেগে গিয়েছিল দুই বায়ার্ন মিউনিখ সতীর্থের। পরিস্থিতি শান্ত হয়েছে অন্যান্য সতীর্থদের হস্তক্ষেপে। মিউনিখে ফেরার পর বিমানবন্দর থেকে ব্যক্তিগত গাড়িতে ফিরেছেন মানে। আর সানে উঠেছেন টিম বাসে।বায়ার্ন মিউনিখের পক্ষে ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইউরোপের গণমাধ্যমগুলো বলছে, জার্মানির উইঙ্গার সানে কথা বলার সময় অসংযত আচরণ করেছেন বলে অভিযোগ এনেছেন দুবারের আফ্রিকান বর্ষসেরা মানে।আফ্রিকার দুইবারের বর্ষসেরা ফুটবলার মানে চলতি মৌসুমেই লিভারপুল থেকে যোগ দেন বায়ার্নে। আগে ইংলিশ ফুটবলে ছিলেন সানেও। ম্যানচেস্টার সিটি থেকে তিনি ২০২০ সালে নাম লেখান বায়ার্নে।
