সিলেট-জকিগঞ্জ সড়কে বিআরটিসি বাস বন্ধের দাবিতে আবারও ধর্মঘট আহ্বান


সিলেট-জকিগঞ্জ সড়কে বিআরটিসি বাস বন্ধের দাবিতে আবারও ধর্মঘট আহ্বান
নিয়ম না মানার অভিযোগ তুলে সিলেট-জকিগঞ্জ সড়কে বিআরটিসি বাস চলাচল করায় আবারও ধর্মঘট আহ্বান করেছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। আগামী বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত ওই সড়কে পরিবহন ধর্মঘট চলবে। ওই সময়ের মধ্যে দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য সিলেটের অন্যান্য সড়কে পরিবহন ধর্মঘট পালন করা বলে সোমবার জানিয়েছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।তিনি জানান, সিলেট-জকিগঞ্জ সড়কে চারটি বিআরটিসি বাস চলাচল ও প্রতিটি বাস দুটি ট্রিপ দেওয়ার শর্তে চালু হয়েছিল। পরিবহন শ্রমিক তাতে সহায়তা করে। কিন্তু বিআরটিসি কর্তৃপক্ষ ৬-৭টি বাস চালু করেছে। এমনকি প্রতিটি বাস ৪-৬টি করে ট্রিপ দিচ্ছে। ফলে সাধারণ বাসগুলো যাত্রী পাচ্ছে না। তাই বিআরটিসির বাস চলাচল বন্ধের দাবিতে রোববার রাতে যৌথ সভায় কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।নগরীর কদমতলীস্থ সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় বক্তব্য দেন, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক শাহ জিয়াউর কবির পলাশ, জেলা বাস মিনিবাস কাচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিম প্রমুখ।প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি সিলেটে দুরবর্তী উপজেলা জকিগঞ্জের সঙ্গে বিআরটিসি বাস চালু করা হয়। প্রতিদিন ৪টি বাস ও প্রতিটি বাস দুটি করে ট্রিপ দেবে এমন শর্তে চালু করা হলেও সেই নিয়ম মানেনি বিআরটিসি কর্তৃপক্ষ। এ অবস্থায় নিয়ম মেনে বাস চলাচলের দাবিতে ২৩ জানুয়ারি স্মারকলিপি প্রদান করেন সিলেটের পরিবহন শ্রমিক নেতারা। দাবি না মানায় ৩০ জানুয়ারি থেকে সিলেট-জকিগঞ্জ সড়কে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক দেওয়া হয়। ওই সময় জেলা প্রশাসন উদ্যোগ নিয়ে দাবি মানার প্রতিশ্রুতি দিলে ধর্মঘট প্রত্যাহার করা হয়। কিন্তু তারপরও দাবি না মানায় আবার ধর্মঘট আহবান করেন পরিবহন নেতারা।