সেলফি তোলায় বিশ্বরেকর্ড অক্ষয়ের!


সেলফি তোলায় বিশ্বরেকর্ড অক্ষয়ের!
অভিনেতা অক্ষয় কুমারের আগামী সিনেমা ‘সেলফি’। ছবিতে অক্ষয়কের সঙ্গে রয়েছেন ইমরান হাসমিও। ছবির জোরদার প্রচার শুরু করেছেন বলিউডের খিলাড়ি কুমার। প্রচারের ফাঁকেই সেলফি তুলে বিশ্বরেকর্ড গড়লেন তিনি।গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম উঠল অক্ষয় কুমারের। মাত্র ৩ মিনিটে ১৮৪টি সেলফি তুলে ফেলেছেন অভিনেতা। ফ্যানেদের আবদার মেটাতে গিয়েই বিশ্বরেকর্ড গড়ে ফেললেন \'খিলাড়ি\'।বুধবার মুম্বাইয়ে ছবির প্রচারের ফাঁকে মাত্র ৩ মিনিটে রেকর্ড সংখ্যক সেলফি তুলেছেন অভিনেতা। অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে \'নমস্তে\' বলে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন অক্ষয় কুমার। ততক্ষণে অভিনেতার সঙ্গে সেলফি তুলতে ভক্তদের ভিড় উপচে পড়ছে।