সৌদি-ইরান সম্প্রীতিকে স্বাগত জানাল হামাস


সৌদি-ইরান সম্প্রীতিকে স্বাগত জানাল হামাস
ইরান ও সৌদি আরবের মধ্যকার দ্বন্দ্ব দূর হওয়ায় এবং নতুন করে এই দুই মুসলিম দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া এ জন্য ইরানকে ধন্যবাদ জানান। খবর তাসনিম নিউজের।সৌদির সঙ্গে সম্পর্কোন্নয়ন করায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানকে টেলিফোন করে ধন্যবাদ জানান হামাস নেতা ইসমাইল হানিয়া।এ সময় তিনি বলেন, ইহুদিবাদীরা অসন্তুষ্ট হলেও দেশ দুটির মধ্যকার সুসম্পর্ক গোটা অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।ইসমাইল হানিয়া বলেন, হামাসসহ ফিলিস্তিনের অন্য সংগঠনগুলো ইসরাইলের যেকোনো আগ্রাসন বন্ধ করতে বদ্ধপরিকর।