হরিণাকুণ্ডুতে ফ্রী মেডিকাল ক্যাম্প


হরিণাকুণ্ডুতে ফ্রী মেডিকাল ক্যাম্প
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৪ নং দৌলতপুর ইউনিয়নের রিশখালী মাধ্যমিক স্কুল মাঠ প্রাঙ্গণে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়নের শত শত অসহায়,দরিদ্র মানুষ সহ সকল শ্রেণী পেশার মানুষকে ফ্রী চিকিৎসা দেওয়া হয়। তাছাড়া প্রসূতি, গাইনী, বন্ধ্যাত্ব, জরায়ুজ ,ডায়াবেটিকস,বাথ ব্যাথা, এ্যাজমা, বক্ষব্যাধি নির্ণয়,শরীরের তাপমাত্রা নির্ণয়, করা সহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।ঈদ-উল-ফিতরের নামাজ শেষে এলাকার তরুণ সমাজের উদ্যোগে রবিবার ২৩ এপ্রিল সকাল থেকে রিশখালী মাধ্যমিক স্কুল মাঠে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য, ৪ নং দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাফিরুল ইসলাম, বিশিষ্ট্য ব্যাবসায়ী ও আওয়ামীলীগ নেতা আলতাপ হোসেন,রিশখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ঊজ্জ্বল মাষ্টার, ডাঃ আব্দুর রাজ্জাক রাজ, দৌলতপুর শ্রমিকলীগের সভাপতি পলাশ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ফ্রী মেডিকাল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবার কার্যক্রম দেওয়া হয়।এসময়ে ফ্রী মেডিকাল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দান করেন ঝিনাইদহ জেলা সদর হাসপাতালের আরএমও, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) ডিজিও (গাইনী এন্ড অবস) ডাঃ গুলশান আরা লিমা, বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ রেজাউল ইসলাম রেজা। এসময়ে উপস্থিত ছিলেন, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফিরুল ইসলাম,অতিরিক্ত সাধারণ সম্পাদক এম.শহিদুল ইসলাম টুকু সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।