১৭৮ রান করলেই দুটি সুযোগ পাবে রংপুর
অনলাইন নিউজ ডেক্স
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের গ্রুপপর্বের শেষ দিনের খেলা চলছে।শুক্রবার দিনের প্রথম ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি রংপুর রাইডার্স।টস হেরে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান করেছে গত বারের চ্যাম্পিয়ন কুমিল্লা। দলের হয়ে ৩৩ বলে ৪৭ আর ২০ বলে ৪০ রানের অনবদ্য ইনিংস খেলেন খুশদিল শাহ। ২৩ বলে ৩৪ রান করেন জাকির আলী।জিততে হলে রংপুরকে ১২০ বলে করতে হবে ১৭৮ রান। এই রান করতে পারলে দুটি সুযোগ থাকছে রংপুরের জন্য।এই ম্যাচে যারা জিতবে তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল হিসেবে প্লে-অফের খেলবে। মোট ৪টি দল প্লে-অফ খেলবে। তবে পয়েন্ট টেবিলের প্রথম ও দ্বিতীয় থাকার পেছনে বিশেষত্ব আছে।পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে খেলার জন্য দুটি সুযোগ পাবে। এই সমীকরণের কারণে রংপুর-কুমিল্লার ম্যাচে উত্তেজনা বেশি। তৃতীয় এবং চতুর্থ দল প্লে-অফে এক ম্যাচ হারলেই বিদায় নিবে।