৩০ রান বেশি হলে বিপদ হতো, বাটলারকে বলেছিলেন মালান
অনলাইন নিউজ ডেক্স
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল, ৩০-৩৫টা রান কম হওয়ায় আক্ষেপ করেছেন। তার মতে, মিরপুরের উইকেট ছিল ২৫০ রানের।
১১৪ রানের হার না মানা ইনিংস খেলে দলকে ৩ উইকেটে জেতানো ইংলিশ টপ অর্ডার ব্যাটার ডেভিড মালানও স্বীকার করেছেন, বাংলাদেশ ৩০-৪০ রান বেশি করলে বিপদে পড়তেন তারা।
বাংলাদেশে বিপিএল খেলার অভিজ্ঞতা আছে মালানের। এখানকার উইকেট সম্পর্কে ধারণা আছে তার। প্রথম ইনিংস শেষে ওই অভিজ্ঞতা থেকে ইংলিশ অধিনায়ক জস বাটলারকে তিনে ব্যাট করা মালান বিপদের আশঙ্কার কথা বলেছিলেন। যদিও ২১০ রান করতেই ঘাম ছুটে গেছে তাদের।
ম্যাচ শেষে মালান বলেন, ‘রান করা খুব কঠিন ছিল। আমি বাটলারকে বলেছিলাম, ওরা ৩০-৪০ রান বেশি পেলে খুবই কঠিন হতো। শেষ পর্যন্ত ম্যাচ শেষ করে আসতে পারায় খুশি। তবে এই উইকেটে রান তাড়া করা কঠিন হবে সেটা জানতাম। আমরা জানি, তাদের স্পিন আক্রমণ কত শক্তিশালী। মিডলে ছোট ছোট জুটি খুব কাজে দিয়েছে।’
বিপিএলে খেলার অভিজ্ঞতা এবং তার সঙ্গে ৫১ রানের জুটি গড়া আদিল রশিদকে কৃতিত্ব দিয়েছেন মালান, ‘বিপিএলের জন্য এখানে (বাংলাদেশে) যে সময় কাটিয়েছি তা সত্যিই কাজে এসেছে। রশিদ খান আবারও মনে করালেন, তিনি ব্যাট হাতে কত ভালো। তিনি সত্যিই চাপটা খুব ভালো সামলেছেন।’
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।