অগ্নিদুর্ঘটনা রোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
অনলাইন নিউজ ডেক্স
ব্যাংকের ব্যবসা কেন্দ্রসহ অন্যান্য স্থাপনায় অগ্নিদুর্ঘটনা রোধে ও নিরাপত্তা নিশ্চিতকল্পে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ব্যাংকের সার্ভার কক্ষসহ অন্য রেকর্ড রুমের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন, সম্পদ ও গুরুত্বপূর্ণ দলিলাদির ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হচ্ছে। এরূপ পরিস্থিতিতে তফশিলি ব্যাংকগুলোকে ব্যবসা কেন্দ্রসহ সব স্থাপনার অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ব্যাংকগুলো তাদের ব্যবসা কেন্দ্রসহ অন্যান্য স্থাপনার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে। প্রয়োজনে বিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি-বিচ্যুতি নিরূপণ করে সুপারিশ প্রদানের জন্য নির্দিষ্ট বিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়োগ করবে। তাদের সুপারিশের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এতে আরও বলা হয়, স্মোক ও হিট ডিটেকশন সিস্টেম, ফায়ার এলার্ম ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা কার্যকর রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। কার্যকর না থাকলে এগুলোকে কার্যকর করতে হবে। অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য স্মোক ও হিট ডিটেকশন সিস্টেম এবং ফায়ার এলার্ম কার্যকর করতে হবে। অগ্নি নির্বাপণ অনুশীলন বা মহড়া আয়োজন এবং স্থানীয়ভাবে সচেতনতামূলক প্রশিক্ষণ দিতে হবে। অগ্নি নির্বাপণ ব্যবস্থা পরীক্ষার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বা বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের মাধ্যমে সার্ভে করে তাদের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সার্কুলারে আরও বলা হয়, ব্যাংকের স্পর্শকাতর স্থানগুলো যেমন-সার্ভার কক্ষ ও প্রধান কার্যালয়ের আইটিসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোর জন্য বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যাংকের প্রধান কার্যালয়সহ শাখা অফিসগুলোর গুরুত্বপূর্ণ স্থানগুলো সার্বক্ষণিকভাবে সিসিটিভির ক্যামেরায় পর্যবেক্ষণের আওতায় রাখতে হবে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।