অবশেষে চালু হচ্ছে আল-নাসিরিয়াহ আন্তর্জাতিক বিমানবন্দর


অবশেষে চালু হচ্ছে আল-নাসিরিয়াহ আন্তর্জাতিক বিমানবন্দর
দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ইরাকের আল-নাসিরিয়াহ আন্তর্জাতিক বিমানবন্দর চলতি বছরের শেষেই চালু করা হবে। বুধবার (১৭ সেপ্টেম্বর) ইরাকের পরিবহন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর শাফাক নিউজের। পরিবহনমন্ত্রী রাজ্জাক মুহিবিস আল-সাদাউই এক বিবৃতিতে জানান, বিমানবন্দরের বাইরের কাঠামোর ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। নতুন যন্ত্রপাতি বসানো এবং চারটি প্রধান সড়কের কাজ শেষ হলে সামগ্রিক অগ্রগতি ৮৫ শতাংশে পৌঁছাবে। প্রায় ১ কোটি ৬০ লাখ বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত এই বিমানবন্দরে যাত্রী টার্মিনাল, কন্ট্রোল টাওয়ার, হোটেলসহ আধুনিক সব সুবিধা থাকছে। ৩ হাজার ৪০০ মিটার দীর্ঘ রানওয়েবিশিষ্ট এ বিমানবন্দরটি বছরে ৭ লাখ ৫০ হাজারের বেশি যাত্রী পরিবহন করতে সক্ষম হবে। এতে দেশীয় ও আন্তর্জাতিক ভ্রমণ উভয়ই সহজ হবে।