অ্যান্ড্রয়েডে ডায়নামিক আইল্যান্ড চালুর উপায়


গত সেপ্টেম্বরে আপল তাদের আইফোনে ১৪ প্রো সিরিজে নিয়ে আসে নতুন এক ডিজাইন। গতানুগতিক ডিজাইন ও ফিচারের ভিড়ে নতুন সিরিজে বিশেষভাবে নজর কেড়েছে, ‘ডায়নামিক আইল্যান্ড’ নামের পিল-আকৃতির ডিসপ্লে নচ। তবে অ্যান্ড্রয়েডেও কেউ চাইলে ডায়নামিক আইল্যান্ড ব্যবহার করতে পারবেন। প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘ডায়নামিক স্পট’ নামের একটি অ্যাপ ফোনে ইনস্টল করলে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ডায়নামিক আইল্যান্ড ফিচার উপভোগ করা যাবে। অ্যাপটি সম্পূর্ণ ফ্রি। ইতোমধ্যে ৫০ হাজারেরও বেশি ডাউনলোড হয়েছে এটি। প্লে স্টোরে থাকা অন্যান্য ডায়নামিক আইল্যান্ড অ্যাপের মধ্যে এটি বেশ ভালো। এটি মূলত ফোনের ডিসপ্লেতে থাকা পাঞ্চ-হোল ডিসপ্লেকে কাজে লাগিয়ে ডায়নামিক আইল্যান্ড ফিচার এমুলেট করবে। যেভাবে ডায়নামিক আইল্যান্ড চালু করবেন- * প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। * এরপর অ্যাপ খুলে সেখানে অনগোয়িং কল ইনফো দেখাতে সম্মতি দিতে হবে। * এরপর নোটিফিকেশন প্রদর্শন ও ডায়নামিক বার ঠিকমতো দেখাতে অ্যাকসেসিবিলিটি সম্মতি দিতে হবে। * অ্যাপ সেটিংস ঠিক হওয়ার পর ডায়নামিক আইল্যান্ড শো করবে। * এভাবে খুব সহজেই ডায়নামিক আইল্যান্ড ফিচার উপভোগ করা যাবে অ্যান্ড্রয়েড ফোনে।