আইপিএলের মাঝেই ভারত ছাড়লেন হায়দরাবাদের ক্রিকেটাররা


আইপিএলের মাঝেই ভারত ছাড়লেন হায়দরাবাদের ক্রিকেটাররা
অনেক প্রত্যাশা নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসর শুরু করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু সে প্রত্যাশার বেলুন এরই মধ্যে ফুটে গেছে। আসরের মাঝপথে এসে পয়েন্ট টেবিলের তলানির দিকে ঠাঁই হয়েছে তাদের। ৯ ম্যাচে কেবল ৬ পয়েন্ট নিয়ে এখন তালিকার আটে অবস্থান করছে দলটি। এর মধ্যেই আবার ভারত ছেড়েছেন দলটির ক্রিকেটাররা।গত শুক্রবার (২৫ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে হায়দরাবাদ। আসরে নিজেদের নবম ম্যাচে এসে মোটে তৃতীয় জয়ের দেখা পেয়েছে তারা। এই ম্যাচের পর প্রায় সপ্তাহখানেক বিরতি পেয়েছে হায়দরাবাদ। তাদের পরের ম্যাচ আগামী ২ মে, গুজরাট টাইটান্সের বিপক্ষে।যেহেতু টুর্নামেন্টে আনন্দের খুব বেশি উপলক্ষ পাননি হায়দরাবাদের ক্রিকেটাররা এবং নিম্নগামী পারফরম্যান্সের কারণ হতাশাও জেঁকে ধরেছে–তাই দলের মনোবল চাঙ্গা রাখতে ছোট এক ভ্রমণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, ক্রিকেটারদের জন্য মালদ্বীপ ভ্রমণের ব্যবস্থা কড়া হয়েছে।প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, পুরো দলই মালদ্বীপের সাগরপাড়ের সৌন্দর্য উপভোগ করছেন।তবে এই ভ্রমণ শেষে আইপিএলে ফেরার পর সানরাইজার্স হায়দরাবাদকে ফিরতে হবে কঠিন সূচিতে। আইপিএলের লিগ পর্বে তাদের হাতে আছে আর মোটে ৫ ম্যাচ। আর কোয়ালিফায়ারে যেতে হলে এই ৫ ম্যাচেই জয় দরকার ২০১৬ আসরের চ্যাম্পিয়নদের।