আজ কুষ্টিয়াতে শিক্ষকদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনলাইন নিউজ ডেক্স
কুষ্টিয়াতে শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন এর লক্ষ্যে আইসিটি ইন এডুকেশন বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি পর্যায় -২ এর আজ সমাপনী । শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্পের আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে সোমবার ১৬ই অক্টোবর বৈকাল ৪ ঘটিকায় কুষ্টিয়া হাই স্কুলের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মার্জিয়া খানম, কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোছাঃ সাবানা ইয়াসমিন ( ভারপ্রাপ্ত) এবং উক্ত বিষয়ের প্রশিক্ষকগন প্রশিক্ষক মোঃ শামীম হোসেন ও মোঃ সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার ২১টি বিদ্যালয় হতে আগত বিভিন্ন বিষয়ের শিক্ষকগণ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।