আত্রাইয়ে ওলেমায়ে কেরামের বাঁধার মুখে মাজার নির্মাণ কাজ বন্ধ
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ
নওগাঁ র আত্রাইয়ে বন্ধ করে দেওয়া হয়েছে কথিত পীরের মাজারের নির্মাণ কাজ।
স্থানীয় ওলামায়ে কেরামের বাঁধার মুখে বন্ধ হয় এই কথিত পীরের মাজার নির্মাণ কাজ।
জানাগেছে মঙ্গলবার ২৭শে মে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের বাঁকা গ্রামের পার্শ্ববর্তী স্থানে ডবল ব্রিজ এলাকায় একটি মাজার নির্মাণের চেষ্টা করা হয়। সেখানে সিমেন্ট ও ইট দিয়ে একটি কাঠামো নির্মাণ করে লাল শালু টাঙ্গিয়ে দিয়ে মাজার বানানোর চেষ্টা চলছিল।তাৎক্ষণিক স্থানীয় ওলামায়ে কেরাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে এই শিরকপূর্ণ কাজ বন্ধ করে দেন।এতে নেতৃত্ব দেন আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম, হযরত মাওলানা মুজাহিদ খান সাহেব (হাফিজাহুল্লাহ) এবং আত্রাই ইমাম-উলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব (হাফিজাহুল্লাহ)।এ-সময় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইসলামের আকীদা ও তাওহীদের পবিত্রতা রক্ষায় ওলামায়ে কেরামের এ ধরনের সাহসী ভূমিকা সত্যিই প্রশংসনীয় এমনটিই বলছেন স্থানীয় জনগন ।