আত্রাইয়ে ছাত্রলীগ নেতা মিলন গ্রেফতার


আত্রাইয়ে ছাত্রলীগ নেতা মিলন গ্রেফতার
নওগাঁর আত্রাইয়ে পুলিশের অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবউদ্দীন জানান, শুক্রবার রাতে উপজেলার ভাঙ্গাজাঙ্গাল গ্রামে অভিযান পরিচালনা করে ওই গ্রামের জনাব আলীর ছেলে মাহাবুব ইসলাম মিলন (৩৫) গ্রেফতার করা হয়,যিনি বিজয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক।পুলিশ জানায়, মিলন আত্রাই থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলার তদন্তাধীন আসামি। তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।