আত্রাইয়ে জমে উঠেছে ঐতিহ্যবাহী পৌষ মেলা
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ
নওগাঁর আত্রাইয়ে জেঁকে বসা শীতে জমে উঠেছে মেলা। নদী ও বিল বেষ্টিত, ২৮৪.৪০ বর্গ কিঃমিঃ আয়তেন প্রায় তিন লক্ষ জনসংখ্যার বসবাস উত্তরের সীমান্ত ঘেষা গ্রামীণ জনপদ নওগাঁ র আত্রাই উপজেলায় জেঁকে বসেছে শীত জমে উঠেছে পৌষ সংক্রান্তি পৌষ মেলা।
প্রতিবছর পৌষ মাস শেষ হলেই শুরু হয় এই মেলা তার ধারাবাহিকতায়
১৪ই জানুয়ারি মঙ্গলবার পহেলা পৌষ থেকে শুরু হয় এই মেলা।
বাঙ্গালী সংস্কৃতির সাথে শতবর্ষি এই মেলার সংযোগ সেই আদি কাল থেকে
উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের জাম গ্রামে প্রতি বছরই পৌষ মাসের শেষে তিনদিন ব্যাপী জমে উঠে এই মেলা। মেলার দ্বিতীয় দিনকে বলা হয় বউ মেলা। মেলা উপলক্ষে এই গ্রাম সহ আশে পাশের বিভিন্ন গ্রামে বাড়িতে বাড়িতে অতিথি আগমন করে বেশ। মেয়ে- জামাতা, নাতি- নাতনিদের আগমনে উৎসবের আমেজ বিরাজ করে। আপ্যায়নের জন্য বাড়ির গৃহিণীরা নাড়ু মুড়ি সহ নানা ধারণের মিষ্টান্ন তৈরি তে ব্যাস্ত সময় পাড় করেন।
এই উৎসব ঐতিহ্যবাহী মেলা কে ঘিরে।
সরেজমিনে মেলা ঘুরে দেখা গেছে অভিভাবকদের সাথে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।কারণ শিশুদের জন্য নাগর দোলা, চরকি,সহ নানা ধরনের খেলার উপকরণ রয়েছে মেলায় সারি সারি খেলনা ও নানা রং এ চোখ ধাঁধানো খেলনার পসরা সাজিয়ে বসে দোকানিরা । হরেক রকম মিষ্টান্নের দোকান আর নজর কেড়েছে মেলায় বসানো মাছের বাজারে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ। মেলায় মাছ কিনতে আসা আলআমিন সরদার বলেন প্রতি বছর এ মেলাই আসি এই উপজেলার মধ্যে সবচেয়ে বড় মেলা এটি, এখানে বড় মাছ কিনতে এসেছি।
তবে এ মেলায় হিন্দু ধর্মাবলম্বী মানুষদের রয়েছে বিভিন্ন আয়েজন ও ঐতিহ্য।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।