আত্রাইয়ে শুরু হয়েছে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম


আত্রাইয়ে শুরু হয়েছে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম
নওগাঁর আত্রাইয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু করা হয়েছে। বুধবার(৫ ফেব্রুয়ারী)সকাল থেকে উপজেলা নির্বাচন অফিসের তত্ত্বাবধানে উপজেলার বিশা ইউনিয়নের নতুন ভোটারদের ছবি তোলার প্রথম দিনের কার্যক্রম শুরু করা হয়। উপজেলার ৮ ইউনিয়ন এ কার্যক্রম চলবে আগামী ২০ ফেব্রুয়ারী পর্যন্ত। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার মো.ফেরদৌস আলম,সহকারী কর্মকর্তা মো.ইমরান হোসেন বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, ইউপি সদস্য,তথ্যসংগ্রহকারী সহ অনেকে। এ বিষয়ে নির্বাচন অফিসার মো.ফেরদৌস আলম বলেন, ছবি তুলতে এসে নতুন ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ভোটার তালিকা হালনাগাদ দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ নির্ভুল ভাবে নতুন ভোটারদের তথ্যসংগ্রহ করেছেন, সেই সঙ্গে নতুন ভোটারদের ছবি উত্তোলন টিমও নিখুঁত ভাবে ডাটা এন্টিসহ ছবি উত্তোলন করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।