আনুশকা কি মিথ্যাবাদী!


আনুশকা কি মিথ্যাবাদী!
আহমেদাবাদে সদ্য শেষ হওয়া টেস্টে ৫১৭ মিনিট ব্যাটিং করে ৩৬৪ বলে ১৫টি বাউন্ডারির সাহায্যে ১৮৬ রান করেন বিরাট কোহলি। টেস্টে তার এই সেঞ্চুরিটি এলো সাড়ে তিন বছর প্রতীক্ষার পর।ক্যারিয়ারের ২৮তম টেস্ট সেঞ্চুরি করে শুভেচ্ছার বন্যায় ভাসছেন কোহলি। ভারতীয় ইনিংসের ১৩৮তম ওভারে নাথান লিয়নের বলে সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি।কোহলির অনবদ্য হাফসেঞ্চুরির পর তার স্ত্রী আনুশকা শর্মা ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন- অসুস্থ অবস্থায় এরকম সংযমী ইনিংস খেলে গেল। বরাবর অনুপ্রেরণামূলক।আনুশকার এমন মন্তব্যের সম্পূর্ণ ভিন্নমত প্রকাশ করেছেন ভারতীয় তারকা ক্রিকেটার অক্ষর প্যাটেল। তিনি বলেন, আমি জানি না কোহলি সত্যি অসুস্থ কিনা। কখনই মনে হয়নি সে অসুস্থ। এই তীব্র গরমে ও দারুণ খেলেছে। তার সঙ্গে ব্যাটিং করা মজার।

সর্বশেষ :