আমরা জিততে এসেছি, আমিরের হুঙ্কার


আজ রাতে শুরু হচ্ছে পাকিস্তানের বিশ্বকাপ মিশন। গতবার ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল তাদের। এবার সেখানে থামতে চান না তারা। বরং শিরোপা জয়কেই নিজেদের ধ্যানজ্ঞান করেছে পাকিস্তান দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামার আগে দলটির তারকা পেসার মোহাম্মদ আমিরের কথায় সে প্রত্যয়ই ফুটে উঠেছে। ডালাসে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতির কথা তুলে ধরে আমির বলেন, ‘আইসিসি প্রতিযোগিতাগুলো সবসময়ই বড় চ্যালেঞ্জ, কিন্তু আমরা সবকিছুর জন্য প্রস্তুত।’ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের দলীয় লক্ষ্যের কথা জানিয়ে আমির যোগ করেন, ‘প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ, আমরা এখানে জিততে এসেছি।’ এবারের বিশ্বকাপে বৃষ্টি বড় ভূমিকা রাখতে পারে। এরই মধ্যে ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। মূল টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচগুলোতেও হানা দিয়েছিল বৃষ্টি। যেহেতু পাকিস্তান বিশ্বকাপের আগে কোনো অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায়নি, তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং বৈরি আবহাওয়ার বিষয়টি আমলে নিয়ে সে অনুযায়ী পরিকল্পনা সাজানোর দিকে জোর দিয়েছেন এই অভিজ্ঞ পাকিস্তানি পেসার। দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে ফর্ম নিয়ে যুঝতে থাকা ক্রিকেটারদের প্রতি হাত বাড়িয়ে দিয়েছেন আমির। মাঠে নিজেদের সেরাটা দিতে না পারায় সমালোচনার মুখে থাকা আজম খান, শাদাব খানদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছেন তিনি, ‘তাদের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। কখনো কখনো ফর্মে ফেরার জন্য শুধু একটা ভালো ইনিংসের প্রয়োজন হয়। সিনিয়র হিসেবে তাদের পাশে থাকা আমার দায়িত্ব।’ উল্লেখ্য, বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৯ টায় ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে দুর্দান্ত ফর্মে থাকা বিশ্বকাপের সহ-স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তারা।