আ.লীগ ছাড়া দলগুলোকে আয়-ব্যয়ের তথ্য দিতে ইসির চিঠি
অনলাইন নিউজ ডেক্স
নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া বাকি ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।সচিব বলেন, নিয়ম অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে চিঠি দেওয়া হয়নি।আইন অনুযায়ী, প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। আওয়ামী লীগসহ বর্তমানে ইসিতে নিবন্ধিত দল ৫১টি।নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে ১৫ দিন সময় দেবে ইসি: সূত্র জানায়, নির্বাচন কমিশনে নিবন্ধন চেয়ে যেসব দল আবেদন করেছে, সেগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার সুযোগ দিতে ১৫ দিন সময় দিতে যাচ্ছে ইসি। ওই সময়ের মধ্যে দলগুলো নিবন্ধন শর্ত পূরণের হালনাগাদ তথ্য জমা দিতে পারবে।