ইরানি ড্রোনে আক্রান্ত ইসরাইল, যুক্তরাষ্ট্র এখন কী করবে
অনলাইন নিউজ ডেক্স
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী বলছে, ইরান থেকে ধেয়ে আসছে শতাধিক ড্রোন। সেগুলোর অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে তারা। ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, এরই মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যারেজ উৎক্ষেপণ করা হয়েছে।
এর অর্থ, ইরান সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি সমরাস্ত্র ইসরাইলকে লক্ষ্য করে উৎক্ষেপণ করতে থাকবে। ইসরাইলের সংবাদ মাধ্যমগুলোতে এরই মধ্যে ক্রুজ ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার খবর প্রকাশিত হয়েছে।
এদিকে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর আসার পরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি সফর বাতিল করে হোয়াইট হাউসে ফিরেছেন। সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বেঠকে বসেছেন।
দুইজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ইরানি ড্রোন ঠেকিয়ে দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র কীভাবে এবং কোথায় এসব ড্রোন ঠেকিয়ে দিয়েছে তা নির্দিষ্ট করেনি জানাননি সূত্রগুলো।
মার্কিন সেনা উপস্থিতি
ইরাক এবং সিরিয়াতে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন রয়েছে। তারা সম্ভাব্য ইসরায়েলের দিকে ধেয়ে আসা ড্রোনগুলোকে বাধা দিতে পারে। অবশ্য সেটি নির্ভর করছে ড্রোনগুলো কোথা থেকে উৎক্ষেপণ করা হচ্ছে তার ওপর।
লোহিত সাগরে মার্কিন নৌবাহিনী এর আগে ইয়েমেনের হুতিদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছিল। এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয়েছিল।
সমগ্র মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনা রয়েছে। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা চলতি সপ্তাহে সিএনএনকে বলেছেন, প্রতিরক্ষা বিভাগ মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধ সরঞ্জাম স্থানান্তর করছে।
ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধের শুরুতে, যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধ সরঞ্জাম মধ্যপ্রাচ্যে স্থানান্তর করে। বাইরের যে কোনো হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় প্রতিবন্ধক হিসেবে কাজ করতে এবং এই অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়া রোধ করতে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।
এ ছাড়া আরও প্রায় ১ হাজার মার্কিন সৈন্য রয়েছে এই অঞ্চলে। তারা গাজায় মানবিক সহায়তা সরবরাহে ব্যবহারের জন্য একটি ভাসমান পিয়ার বা জেটি স্থাপনে কাজ করছে।
পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার চলতি সপ্তাহে বলেছেন, এপ্রিলের শেষের দিকে বা মে মাসের প্রথম দিকে ওই জেটি চালু হওয়ার পথে রয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।