ইসরায়েলি হামলায় ইরানের খোরামাবাদে নিহত ৫
অনলাইন নিউজ ডেক্স
ইসরায়েলের হামলায় ইরানের খোরামাবাদ শহরে অন্তত পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাত দিয়ে এ খবর জানিয়েছে। খবর আল জাজিরারইরানের নূর নিউজ এজেন্সি আরও জানিয়েছে, গত শুক্রবার ভোর রাতে সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনীর ১৫ জন কর্মকর্তা ও সৈন্য নিহত হয়েছেন।গত ১৩ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হয়। তখন থেকেই ইরানের বিভিন্ন অঞ্চলে পারমাণবিক আর সামরিক স্থাপনায় একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী।হামলা চালিয়ে হত্যা করা হয়েছে ইরানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক নেতা ও পরমাণু বিজ্ঞানীকে। রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনসহ ইরানের বিভিন্ন সরকারি দপ্তর ও বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।