ইসলামী আন্দোলন শালিখা উপজেলার তৃণমূল দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত


ইসলামী আন্দোলন শালিখা উপজেলার তৃণমূল দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত
ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলার শালিখা উপজেলা শাখার উদ্যোগে দলীয় তৃণমূল দায়িত্বশীলদের অংশগ্রহণে তারবিয়াত (প্রশিক্ষণ কর্মশালা) অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫ জুন) সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শালিখা উপজেলা কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শালিখা উপজেলা শাখার সভাপতি মাওলানা ওসমান গনি সাইফী। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেন।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সম্পাদক মাওলানা নূরুল করীম আকরাম, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য ও মাগুরা জেলা সভাপতি আলহাজ্ব মুফতী মোস্তফা কামাল, জেলা সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মনিরুল ইসলাম।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শালিখা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা ইলিয়াস হোসাইন, সহ-সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, মোঃ রবিউল ইসলাম প্রমূখ।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নূরুল করীম আকরাম বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীন প্রতিষ্ঠা করার দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সফল মুমিন হিসাবে দেখতে চান। এজন্য আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে।বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব মুফতি মোস্তফা কামাল বলেন, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছেন। যিনি পৃথিবীতে সব কিছুই আমাদের কল্যাণের সৃষ্টি করেছেন। মৃত্যুর পরে যার কাছে আমাদের সবকিছুর হিসাব দিতে হবে। যার অনুগ্রহে আমরা বেঁচে আছি সেই স্রষ্টা আমাদেরকে প্রতিনিধি নিযুক্ত করেছেন। এজন্য আমাদের প্রত্যেক দায়িত্বশীল ভাইকে সচ্চরিত্র, ইখলাছ ও আদর্শিক দৃঢ়তার মাধ্যমে ইসলামী সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।