উত্তরার লাভলীন রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে


রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের লাভলীন রেস্টুরেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার দুপুর আড়াইটায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম জানান, ভবনটি থেকে আগে ৬ জনকে উদ্ধার করা হয়েছিল। পরে আরও একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। এর আগে, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আটটি ইউনিট যায়। পরে আরো ইউনিট যোগ দেয়।