এবার পূর্ব থেকে পশ্চিমে ভারত জোড়ো যাত্রার কথা ভাবছে কংগ্রেস


ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব শুরুর কথা ভাবছে কংগ্রেস নেতৃত্ব। সম্প্রতি দক্ষিণে তামিলনাড়ূর কন্যাকুমারী থেকে উত্তরে কাশ্মীরের শ্রীনগর পর্যন্ত দীর্ঘ পদযাত্রা করে কংগ্রেস। সেই পদযাত্রার সাফল্যের রেশ থাকতে থাকতে দ্বিতীয় যাত্রা করতে চাইছে দলটি। প্রস্তাবিত সেই যাত্রা হবে পূর্বে অরুণাচল প্রদেশ থেকে পশ্চিমে গুজরাট পর্যন্ত। রোববার ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে কংগ্রেসের মহা অধিবেশনে এই তথ্য জানান কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ। মহা অধিবেশনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভাষণজুড়ে ছিল ভারত জোড়ো যাত্রা। দীর্ঘ ওই যাত্রাকে তিনি \'তপস্যা\' বলে অভিহিত করে বলেন, সেই \'তপস্যা\' তিনি আরও এগিয়ে নিতে চান। রাহুলের ভাষণের পরই সংবাদমাধ্যমকে জয়রাম রমেশ বলেন, প্রথমটির মতো দ্বিতীয় যাত্রা শুরুর কথা ভাবা হয়েছে। সেটা হতে পারে পূর্বে অরুণাচল প্রদেশের পাসিঘাট থেকে পশ্চিমে গুজরাটের পোরবন্দর পর্যন্ত। তবে প্রথমটির চেয়ে দ্বিতীয় ভারত জোড়ো যাত্রার চরিত্র কিছুটা ভিন্ন হবে জানিয়ে তিনি বলেন, দলের সবাই খুবই আগ্রহী। প্রত্যেকেই চাইছেন আরও এক যাত্রা শুরু করা হোক। সে জন্যই এই পূর্ব-পশ্চিম যাত্রার কথা ভাবা হয়েছে।