এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, জানালেন শিক্ষা উপদেষ্টা
অনলাইন নিউজ ডেক্স
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
রোববার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, “এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান, অধ্যক্ষ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি অচিরেই বাস্তবায়ন হবে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, নির্ভুলভাবে পাঠ্যবই ছাপাতে এনসিটিবির সঙ্গে কাজ করা হচ্ছে।
এদিকে, অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যেই এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ৫০০ টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে। ফলে এখন থেকে এই শিক্ষকরা প্রতি মাসে এক হাজার ৫০০ টাকা করে বাড়ি ভাড়া ভাতা পাবেন, যা আগে ছিল এক হাজার টাকা।
শিক্ষা মন্ত্রণালয় মূল বেতনের শতাংশ হারে ভাতা দেওয়ার প্রস্তাব করলেও, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সেই প্রস্তাব অনুমোদন না করে ভাতার পরিমাণ ৫০০ টাকা বাড়ানোর সারসংক্ষেপ অনুমোদন করেন। অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, অনেক শিক্ষকই নিজের বাড়িতে থাকেন বলে তাঁদের বাড়ি ভাড়া ভাতার বিশেষ প্রয়োজন হয় না।
দেশে বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৬৮ জন। এক হাজার টাকা হারে বাড়ি ভাড়া ভাতা দিতে সরকারের বছরে ব্যয় হয় প্রায় ৪৭০ কোটি টাকা। এছাড়া, সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব বোনাস ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে, যাতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে বছরে ২২৯ কোটি টাকা।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতার বাড়তি চাপ এবং নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ মন্ত্রণালয়ের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন।
