কলেজ থেকে ফেরার পথে গুলিস্তানের বিস্ফোরণে দগ্ধ সেই সেলিমের মৃত্যু


রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কলেজছাত্র জাহান সরদার সেলিমের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার বিকেলে সেলিমের মৃত্যু হয়। এ নিয়ে ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনায় ২৪ জনের মৃত্যু হলো। বার্ন ইন্সটিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, আজ বিকেল ৪টা ৪০ মিনিটে জাহান সরদার সেলিমের মৃত্যু হয়। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সেলিম ঢাকার নবাবগঞ্জের একটি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গুলিস্তানে বিস্ফোরণের দিন তিনি কলেজ থেকে যাত্রাবাড়ীর বাসায় ফিরছিলেন। এ সময় বাস যানজটে আটকে থাকায় তিনি নেমে যান। এরপর হেঁটে যাওয়ার সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। সেলিমের বাবা জাহাঙ্গীর আলম পেশায় একজন সবজি বিক্রেতা। অভাব-অনটনের সংসারে কষ্ট করে ছেলের পড়াশোনা চালিয়ে নিচ্ছিলেন তারা। সেলিম নিজেও মোবাইল ফোনের যন্ত্রাংশের দোকানে খণ্ডকালীন কাজ করতেন। প্রসঙ্গত, গত ৭ মার্চ বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের পাশে সিদ্দিক বাজারের নর্থসাউথ রোডে অবস্থিত একটি সাততলা ভবনের বেজমেন্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় শতাধিক মানুষ আহত হন।