কামরুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর
অনলাইন নিউজ ডেক্স
কামরাঙ্গীরচর থানার পৃথক দুই মামলায় র দুইদিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১ জানুয়ারি) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
এর আগে, মামলার দুই তদন্ত কর্মকর্তা, কামরাঙ্গীরচর থানার সাব-ইন্সপেক্টর জাহিদ হাসান এবং পলাশ চন্দ্র দাস, ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।
এদিন শুনানির সময় অভিযুক্তকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।
শুনানি শেষে আদালত অভিযুক্তের দুই দিন করে মোট চার দিনের রিমান্ডের আদেশ দেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।