কারওয়ান বাজারে নীরবে চলছে চাঁদাবাজি
অনলাইন নিউজ ডেক্স
রাজধানীর কারওয়ান বাজারে এখনও নীরবে চাঁদাবাজি হচ্ছে। এ পরিস্থিতিতে উপদেষ্টাদের হস্তক্ষেপ চেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে বাজার সিন্ডিকেট ভাঙতে ব্যবসায়ীদের সোচ্চার হওয়ার তাগিদ দিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান।
গতকাল রোববার কারওয়ান বাজারের কিচেন মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় কয়েক ব্যবসায়ী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাজারে চাঁদাবাজি বন্ধ হয়নি। শুধু চাঁদাবাজদের মুখ বদল হয়েছে। প্রকাশ্যে না হলেও তারা নীরবে চাঁদা তুলছে। দিনরাত বাজারের বিভিন্ন স্থানে এসব চাঁদাবাজি হয়। তবে তারা কোনো দল বা কর্মীর নাম উল্লেখ করেননি। চাঁদা বন্ধ হলেও এবং নির্বিঘ্নে ব্যবসা করতে পারলে পণ্যের দাম কম থাকবে বলে জানান ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা বাজারে চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নজরদারি বাড়ানোর অনুরোধ করেন।
তবে সভায় প্রকাশ্যে না বললেও কয়েক ব্যবসায়ী জানান, গত শনিবার রাতে কারওয়ান বাজারের টিনশেড পার্ক মার্কেটের সামনে কয়েক ক্ষুদ্র ব্যবসায়ীর ফুটপাতের অস্থায়ী আড়ত দখলে নেন তেজগাঁও থানার ২৬ নম্বর ওয়ার্ডের ফারুক হোসেন ওরফে ভাগিনা ফারুক নামে যুবদলের এক কর্মী। একই দিনে আওয়ামী লীগের কিছু কর্মী বিএনপির কর্মীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কয়েকটি মাছের আড়ত দখল করেছেন।
এসব অভিযোগ শোনার পর অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক সফিকুজ্জামান। এ সময় পণ্যের দাম বাড়ানোয় ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করেন তিনি।
সফিকুজ্জামান বলেন, চাঁদাবাজি যেটা ছিল বাজারে, সেটা এখনও নীরবে আছে কমবেশি। সেটা অন্য বিষয়। আমাদের কাছে তথ্য আসছে, নতুন করে চাঁদাবাজি হচ্ছে।
একটি গোপন সূত্রের বরাতে তিনি বলেন, শনিবার রাতেও ফুটপাতে বেশ কয়েকটি সবজি ও মাছের আড়তে দখলদারি চালায় একটি চক্র। তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।
সফিকুজ্জামান আরও বলেন, দেশে রাজনৈতিক পট পরিবর্তন হলেও কিছু অসাধু ব্যবসায়ীর কারণে এর সুফল পাচ্ছে না ভোক্তারা। ব্যবসায়ীদের সঙ্গে সরকারের কোনো দ্বন্দ্ব নেই। তবে সারাদেশে চাঁদাবাজি বন্ধে সরব থাকবে ভোক্তা অধিদপ্তর। এ জন্য সরকারের উপদেষ্টাদের সহায়তা প্রত্যাশা করছি।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।