কুষ্টিয়াকে চ্যাম্পিয়ন করালেন দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা


কুষ্টিয়াকে চ্যাম্পিয়ন করালেন দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা
আরও একটি গৌরবময় সাফল্য পেয়েছে দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বিখ্যাত ও ঐতিহ্যবাহী বিদ্যালয়টি এবার ধারাবাহিকতা ধরে রেখে ৫৩তম আন্তঃস্কুল জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী ক্রিকেট প্রতিযোগিতায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।রবিবার ( ৯ ফেব্রুয়ারি) কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে খোকসা উপজেলাকে কোনো রকম পাত্তা না দিয়ে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জয়ের গৌরবে ভেসেছে দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা।এর আগে একই ভেন্যুতে গত ৪ ফেব্রুয়ারি কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়কে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়ে কুষ্টিয়া সদর উপজেলার সেরা হয়েছিল দুর্বাচারা। যে কারণে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ হয় কুষ্টিয়া সদর উপজেলা দলের। অন্যদিকে খোকসা উপজেলার চ্যাম্পিয়ন হয়ে জেলার লড়াইয়ের টিকেট কাটেন সোমশপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের মেয়েরা।অর্থাৎ জেলা পর্যায়ের ফাইনালে কুষ্টিয়া সদরের পক্ষে দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয় ও খোকসা উপজেলার হয়ে সোমশপুর বালিকা বিদ্যালয় মুখোমুখি হয়। এই লড়াইয়েও দুর্বাচারার অদম্য বালিকাদের কাছে পাত্তাই পাননি সোমশপুরের মেয়েরা। ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১২৮ রান করে দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়। দলের পক্ষে ওপেনার সাফিয়া খাতুন ৪৭ রান করে ম্যাচসেরা নির্বাচিত হন। অপর ওপেনার তাসফিয়া করেন হার না মানা ৩২ রান। অতিরিক্ত থেকে আসে আরও ৪৯ রান। ১৩৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুর্বাচারার বোলারদের তোপের মুখে ৮ ওভারে মাত্র ৩৯ রান করে অলআউট হয় সোমশপুরের মেয়েরা। দুর্বাচারার পক্ষে মিম ৩টি ও বৈশাখী ২টি উইকেট লাভ করেন। এছাড়া তাসফিয়া ও সাফিয়া ১টি করে কজ্বা করেন। দারুণ এই সাফল্যের পর দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা কুষ্টিয়া জেলার হয়ে বিভাগীয় পর্যায়ে (খুলনা বিভাগ) প্রতিনিধিত্ব করবে। আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি খুলনাতে হবে বিভাগীয় পর্যায়ের ম্যাচ। সেখানে এখনো কুষ্টিয়ার প্রতিদ্বন্দ্বী ঠিক হয়নি। নিজেদের বিদ্যালয়ের এমন সাফল্যে আনন্দে মাতোয়ারা হয়েছেন দুর্বাচারা হাইস্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ গ্রামবাসী। মেয়েদের গৌরবময় সাফল্যে তাদের অভিনন্দন জানিয়েছে দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সালাহউদ্দিন, স্কুলের প্রধান শিক্ষক বিল্লাল হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

Archive Calendar

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮