কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নতুন ডিজি বেনজীর
              
                  
 অনলাইন নিউজ ডেক্স                  
              
             
          
           
           
			
           
             
           
           
           
           
          
            
                
                            
              
            
         
          
            
			   
			   
				  
				  
				    কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. বেনজীর আলম। তিনি কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের পিডি ছিলেন।
বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয় থেকে তার নিয়োগ সংক্রান্ত আদেশ জারি হয়। তিনি কৃষিবিদ মো. আসাদুল্লাহর স্থলাভিষিক্ত হলেন।
বেনজীর বিসিএস (কৃষি) ক্যাডারের ৮ম ব্যাচের কর্মকর্তা। তিনি নরসিংদীর বেলাবো গ্রামের বড় বাড়িতে ১৯৬৩ সালের ৩১ ডিসেম্বর জন্ম নেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৭ কৃষি অনুষদ (সম্মান) শেষ করে ১৯৮৯ সালে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে যোগ দেন তিনি।